আমাদের জীবনে বিপন্ন্-বিষণ্নতা আছে
অসাধুতার পাপবোধ আছে,
নেই দ্বায়বদ্ধতার স্বীকার!
দ্বায়বদ্ধতার মাঝে ফোঁটাতে হবে শুভবুদ্ধি।
আমাদের কল্পনার বিচিত্র রূপ আছে,
মধুর প্রেমবোধ আছে।
অসুন্দর থেকে সুন্দরের প্রতি
মায়া-মমতার আলাদা টান আছে!
বিচিত্র রসে সিক্ত মানবীয় গুন আছে।
আমাদের নেই শুভবুদ্ধির প্রস্ফুটন।
আমাদের ভাষণে কথার বাহার আছে,
বিচিত্র রূপে অপরূপ ভঙ্গিতে;
কিন্তু নেই কেবল শুভবুদ্ধির বাস্তবায়ন।
আমাদের একনিষ্ঠতা, দৃঢ়তা-বীরত্বের চেয়ে
ব্যর্থতার বেদনাই বেশি!
বিশ্বাসঘাতকতাই তীব্রভাবে আলোকিত করে,
দুঃখ পীড়নে তীব্র বেদনায় স্পর্শ করে।
দুর্ভাগ্য আমাদের শুভবুদ্ধির নেই বাস্তবায়ন!
অতি কথনের ছলনা ক্লেশে যন্ত্রণা আছে,
টকশোতে অতি কথনে মনবেদনা আছে!
তবুও মানবীয় মূল্যবোধের মধ্যে
শুভবুদ্ধি ফোঁটাতে হবে।
চিন্তা-চেতনায় জীবনীশক্তির রক্ত কণিকায়
জাগতে হবে দেশপ্রেম মুক্ত চেতনায়।
দলছুট ভণ্ডনেতায় ভরা আমাদের সমাজ,
আজ বড় দরকার দেশপ্রেমিক শুভবুদ্ধির জনতা
গুজব মিথ্যাচার ছেড়ে দেশপ্রেমিক
মুক্তবুদ্ধির চেতনার জনতা।
আমাদের দুর্নীতির বিচিত্র রূপ আছে,
সর্বত্রই এ-পাপবোধে জর্জরিত!
ফাঁকিবাজি-ধোকাবাজি অপরূপ কারসাজি
বিচিত্ররূপে আমাদের সমাজে।
এসব ভণ্ডামি দূরে রেখে বীরদর্পে এগিয়ে
দেশপ্রেমে মুক্তচিন্তায় শুভবুদ্ধির প্রস্ফুটন করো।