শূন্যধরাতল রঙ্গময়ী
          মোহনী মায়ার ছলনাময়ী,
সংসার সমীপে
      সুখ দুঃখ আসে ফিরে ফিরে ।
মহাগীতে মৃত্যুঞ্জয়ী প্রাণ
        দু’দিনের সংসারে সাবধান,
এ মহাজীবনের বুকে
              কে ক’দিন থাকে সুখে।
যুগ যুগান্তরের মানবযাত্রী
           স্বপ্ন বেশে বাস দিন রাত্রী,
হীনতায় ভোগে তাই
              প্রাণে মুক্ত আলো চাই।
কে চেনে তারে!
              দীর্ঘ রাত্রীর অভিসারে,
ম্লানমুখে দাঁড়ায় নীরবে
             অন্তর প্রদীপ যায নিভে।
হেন দুর্দিনে অপমানে
       ধরাতল কাঁপে ক্ষুধার ক্রন্দনে,
ভীরু ভীরু মন দুরু দুরু বুক
               কোথাও কি আছে সুখ!
মিথ্যা অহংকার আর অপমানে
        বিশ্বাস শুধু আশা এ দু’র্দিনে।




(১৮ এপ্রিল ২০১০)