শুদ্ধতার অনুভবে আশার আলো জ্বালো,
ধৈর্যের সাথে আপন পথে এগিয়ে চলো।
অন্ধকারের শ্বাপদসংকুল পথ ঠেলে,
হতাশা ব্যর্থতায় ভেবো না, তুমি কি পেলে!
জয়ের নেশা বিজয়ের আশা শুদ্ধতার বীজ,
স্বপ্নকে বাস্তবে আনো, কাজ করো নিজ নিজ।
শিখে নাও তুমি ইতিহাস থেকে শুদ্ধতা,
হতাশার এ পঙ্কিল সমাজে দরকার একতা।
বৈরী আবহাওয়ার মৌসুমে সংকটে অর্থনীতি,
গোলক ধাঁধার মাঝে কেউবা ছড়াবে ভয়-ভীতি!
শুদ্ধতা আনো অনুভবে আপন মানব হৃদয়ে,
তবেই মানবতা হাসবে মুক্তির আলো জ্বালিয়ে।
(২৭ ডিসেম্বর ২০১১)