অন্তহীন স্বপ্নের লাল-নীল মাধুবীকুঞ্জে
শূন্যতায় মিশে যায় সব চিৎকার,
জগতজুড়ে নৈঋতে দেখ ঐ কালবৈশাখী
ঝরাপাতার ডালে নীড় খোঁজে পাখি,
শুধুই সংস্কার চলে বিচিত্র এ সংসারে
ভয়ঙ্কর গোপন ষড়যন্ত্র চলে অন্তপুরে।
শূন্যে মিশে যায় মধ্যবিত্তের হাহকার!
অশ্রুভেজা চোখে দেখে অজানা চিৎকার
একাকী পাড়ি দেয় অজানা দেশে।
(০১ মার্চ ২০১৭)