বাংলা মায়ের প্রাণে
লাল সবুজের গানে,
ফুল ফুটেছে বুকে
ফুলের গন্ধ শুকে।
স্বাধীনতার আলো
সবাই বাসিভালো ,
আলোর বুকে স্বপ্ন দোলে
বাংলা মায়ের কোলে।
সোনালী হৃদয় জুড়ে
বীর বাঙালি নীড়ে,
শাপলা মোদের বিজয় ফুল
বাংলা মায়ের নাক ফুল।
মুক্তিসেনার দল
শ্রদ্ধা অবিচল,
পরাধীনতায় বন্দি ছিলাম
একাত্তরে স্বাধীন হলাম।
স্বাধীনতার মর্মস্পর্শী স্লোগান
জয় বাংলা স্বাধীনতার প্রাণ,
সবাই জানি, অজানা কিছু নয়
আজকে আবার শঙ্কা জাগে ভয়।
আলো পেলাম বন্দি পাহাড় খুঁড়ে
ভয় ছিল দেশ জুড়ে,
গর্জে ওঠে মুক্তিসেনার দল
স্বাধীনতা রক্তে কেনা ফল।
(২৮ ডিসেম্বর ২০১৮)