স্মৃতি কাতর জীর্ণ পথে
                 রৌদ্র গন্ধে পথিক,
গোধুলি আলোয় ছুটে চলে
          রাতে চাঁদোয়ার মানিক।
শৈলীর বুকে ভক্তি ভরে
          কেঁদে চলে গোপন পথে,
বেলা শেষে খোঁজে
          ধুলায় লুটিয়ে তার সাথে।
ঘাসে ঘাসে পতিত শিশির
          উর্বশীর রহস্য উন্মোচন,
নীলাভ আগুনে উল্কাপতিত
       নিঃস্ব জীবনের যন্ত্রণা দ্বিগুন।
পিপাসায় ডানা ঝাড়ে
        মোহমুগ্ধের মায়াবী আশায়,
জীর্ণপথে ধুলোয় লুটিয়ে
                 শৈলীকে খুঁজেপায়।



(২৩ জানুয়ারি ২০১১)