সফেদ কুয়াশার ছায়া প্রকৃতির মাঝে,
রৌদ্র বীজের উজ্জ্বল হাসি;
প্রজাপতির রঙিন ডানায় ভিজে ভিজে
ছড়ায় জ্যোৎস্নার দ্যুতিময় হাসি।
শ্যামল সুবর্ণ মৃত্তিকার নিবিড় ঘুমে
নুয়ে পড়ে সারারাতের ছায়ায়,
জেগে থাকি নিবিড় হাওয়ার
রাত্রি ছেঁড়া পত্র পুষ্পের মায়ায়।
তিলক চন্দন রক্ত কনিকায় জাগে
তমসা রাত্রির চোখের তারার ছায়ায়,
চলার সাথি জীবনের পথিকে চলে
স্বপ্ন কল্পনার ছায়া আগুন দ্যুতিময়।
(০১ অক্টোবর ২০১৩)