আমাদের পথে-ঘাটে, বনে-জঙ্গলে
কত শত অজানা ফুল ফোঁটে;
পশু, পাখি, কীটপতঙ্গ ফুলের সৌরভে
নিত্য ফুলের কাছে ছোটে।
অজস্র ফুলের মাঝে কতটা চিনি !
বাকিসব থেকে যায় অজানা,
এ বিশ্বচরাচরে জনতার ভীড়ে!
আমি থেকে যাই অপরিচিত অজানা।
ফুল-পাখি আর গাছ লতাপাতার
কাছ থেকে করি শব্দ আহরণ,
শত শত ভাষার মাঝে, জন্ম তীর্থভূমিতে
আমার বাংলাতে বিচরণ।
কুহেলি ঘিরে আছে চারিধারে, ভীরু নই
তবে আমি ক্ষীণ তৃণলতা দূর্বল;
ঊর্মি ঘোলা জলে মিশে জন মানবের মাঝে
আমি আজ বঙ্গের শতদল।
(১৭ আগষ্ট ২০১০)