রোদ বৃষ্টির কানামাছি খেলা
          রাত দুপুরে একলা,
কাশবন বাতাসে করছে নাচানাছি
          সৌরভে ছুটছে মৌমাছি।
নদীর বুকে শান্ত ঢেউ
পালতোলা নৌকাতে মাঝি মাল্লার সুর
ভাটিয়ালি গানে দূরন্ত ছেলেরা।
বধুরা কলসি কাখে নদীতে
শিউলি বকুল ঝরে শরত প্রভাতে।