চারিদিকে খবর পেলাম শরত এসেছে
                      বিশ্বপরিক্রমায়,
ফুলের গন্ধে; গুচ্ছ মেঘের মেলায়।
                   তারায়  তারায়;
চাঁদনী রাতের থৈ থৈ জ্যোৎস্নায়।
কুয়াশা জড়ানো ভোরের
       সোনালী রোদের হাওয়ায়।
বাংলার সবুজ মাঠে ধানক্ষেতে
বর্ষার দুরন্তপনা থেকে শরৎ নিয়ে আসে
               শান্ত সুবোধ ধরণী।
বাংলার চেনা রূপ কাশফুল
ভাবনাহীন শূন্যতার মাঝে জেগে ওঠে
শিশির জড়ানো শিউলি ভোরে।
শরৎ এসেছে বিশ্বপরিক্রমায় বাংলার তটে;
মাটির নরম গন্ধে কৃষক ছুটে চলে
                      সোনা ফলানো মাঠে।



রচনা : ১৮  সেপ্টম্বর ২০০৬