কাশফুলের শুভ্রতায় খবর পেলাম
শরত এসেছে বিশ্বপরিক্রমায়,
ফুলের গন্ধে, গুচছ মেঘের মেলায়।
তারায় তারায়, চাঁদনি রাতের
থৈ থৈ জ্যোৎস্নায়;
কুয়াশা জড়ানো ভোরের
সোনালী রোদের হাওয়ায়।
বাংলার সবুজ মাঠের ধান ক্ষেতে
বর্ষার দরন্তপনা থেকে ফিরে আসে
শান্ত- সুবোধ ধরণীর রাণী।
বাংলয় শাপলা ফোঁটা অপরূপা চাহনি!
হৃদয়হীন শূন্যতার মাঝে জেগে ওঠে
শিশির জড়ানো শিউলি ভোরে,
শরত এসেছে বিশ্বপরিক্রমায়।
মাটির নরম গন্ধে কৃষক মাঠে চলে
সোনালী ফসলে বাংলা ভরে যায়।