ষড়ঋতু
                          এম. মাহবুব মুকুল

ষড়ঋতুর রঙ্গশালা          পর্যায় ক্রমে পালা
              রূপ রসের মিষ্টি গন্ধে
            প্রকৃতি নাচে নিত্য ছন্দে।
সবুজ শ্যামলে ঘেরা        অপরূপ দৃশ্যে ভরা
             বিধাতার বিচিত্র সৃষ্টি
            ধরণীতে মনোরম দৃষ্টি।
ঋতুচক্র ছয়টি         প্রধান অনুভূতি তিনটি
              গ্রীষ্ম, বর্ষা আর শীত
             প্রকৃতি বাজায় ভিন্ন গীত।
বসন্ত গ্রীষ্মের নকীব            জাগায় সে জীব
             শরৎ, হেমন্ত শীতের অগ্রদূত
            কুয়াশার বুকে কাশফুল যেন ভূত।
বর্ষাঋতু  একাকি           প্রাধান্য তারই বেশী
              শীতের শেষে গজায় পাতা
             বর্ষায় আনে জীবে সজীবতা।
গ্রীষ্মের প্রচণ্ড উত্তাপ        বর্ষার উন্মাদনার ছাপ
            শরৎ ঋতুর কমনীয়তা
            হেমন্তের সোনালী আভা।
শীত সে তো জড়তা        বসন্ত মনে প্রেমিকতা
           ঋতুতে ঋতুতে বদলায় রঙ
            পট পরিবর্ত্ ন প্রকৃতির ঢঙ।