নীল সাদায় স্নিগ্ধ কোমল প্রকৃতির পরতে পরতে,
ষড়ঋতুর মায়াবী রূপ, রূপের জোছনা রাতে।
রূপসৌন্ধর্যের ভাদ্রে সূচনা আর আশ্বিনে পূর্ণতা,
মেঘ-সূর্যের লুকোচুরি প্রকৃতিকে করে মুগ্ধতা।
মৃদ্রুমন্দ বাতাসে লুটোপুটি খায় শুভ্র কাশবন,
শুভ্র কাশের আঁচল উড়িয়ে শিউলির শুভাগমন।
নগর জীবনে কে দেখেছে কতোটা শরত বৈচিত্র!
শরত মাধুরিতে রূপবন্ধনায় কবির কবিতা-ছন্দ।
নীল-সবুজ-সাদায় ভালোলাগার মোহনীয় রূপ,
ফুলের সুঘ্রাণে শরত কামনা-বাসনায় অপরূপ।
(রচনাকাল: ০৬ অক্টোবর ২০১৯