শূন্যতার মাঝে শান্তি খোঁজে দূরে
নিঝুম ভূবনের অবেলায় ঘুরে,
হিমেল মৃত্যুকে ছুঁয়ে ছুঁয়ে
স্বপ্নময় ব্যাকুলতার ভয়ে।
মধুর জ্যোতির্ময়তার রঙিন প্রত্যাশায়,
রোদেলা দুপুরে কপোতাক্ষে লঘু কলধ্বনি বয়
ঝিকি মিকি জ্বলে
স্বপ্নময় প্রকৃতির তনুমনে!
সুরম্য নগরীর কারুকাজের ভাঁজে ভাঁজে,
মুখোশ পরানো দক্ষ চতুর কাজে।
শূন্যতার মাঝে স্বযত্নে বুলানো তনুমন,
সত্যবাদিতার আদরে দেবতার আসন।
অন্ধ সময়ের মাঝে ভর করে
শূন্যতার মাঝে শান্তি খোঁজ করে,
সময়ের গলাটিপে ধরে আঁধারে চলে
ভৈরবের ভরা নদীর ঢেউ দোলে।
পায়ে বাঁধা শিকড় ছিড়ে,
আঁধারে আলো ফুটুক নীড়ে!
মনের সুখে শূন্যার মাঝে ভরে উঠুক ভোর,
শান্তির স্বপ্ন যেন খোলে দোর।
অপর আনন্দে নিঝুম ভূবনে
বিজয় দিনের শান্তির সূর্য উঠুক।