ভোরের আলোয় সবুজ ঘাসে শিশির যেমন করে টলমল,
আমার হৃদয়ে আছো তুমি তেমনি ঝলমল।
সৌরভ ছড়ানো ফুলের বাগানে,
প্রজাপতির মতো নিত্য করে খেলা;
আমার বাগানে দাও তুমি হৃদয়ে দোলা।
শিউলি ভোরে ঝরে কাশফুলের শুভ্র আলো,
তুমি জ্বেলেছ আমার হদয়ে সৌরভের আলো!
নদীতে টলমল ঢেউ নৌকা দোলে ধীরে,
তোমায় নিয়ে চলেছি শান্তি সুখের নীড়ে।
সবুজ বাংলার সোনালী ধানের দেশে,
গ্রীষ্ম-বর্ষার এই ষড়ঋতুর আবেশে।
শীতের ঝরা পাতা শেষে
বসন্তের সবুজ শ্যামল নবীন বেশে।
সৌরভ ছড়ানো আমার হৃদয়ের দেশে,
এক হয়ে মিশেছি শান্তি সুখের দেশে।