নির্বাকার আমি শেকলে বাঁধা
                রক্তাক্ত বুননের আগুনে!
বিষণ্নতায় গুটিয়ে রাখি উষ্ণ শরীর।
অস্পষ্ট বুকের ভেতরের নিঃশ্বাস প্রশ্বাস
              বাঁধা পড়া নির্বাকার আঁখি,
মৃত ভ্রমেরর সুগন্ধি খোঁজে বুননে।
স্বপ্ন জ্বাগে মরীচিকার অরণ্যে,
                       প্রেমের খুনে লাল
শেকলে বাঁধা জীবন তাই এতো বেহাল।
অসহিষ্ণুতার বাসনা শরমে
                মরীচিকার নীল প্রেমে।