==============================================
আজ ১২ আগষ্ট ২০২০। বাংলা-কবিতা.কমে আমার ১০০ দিন পূর্ণ হলো। আমার শততম কবিতার দিনে বাংলা কবি ও কবিতা ওয়েব সাইটের সকল কলাকুশলী, এ্যডমিন প্যনেল এবং কবিতা আসরের সকল কবিকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন রইল।
==============================================
রক্তে সিক্ত বাংলার মাটি শহীদের স্মৃতি
বুক ভাঙ্গা ক্রন্দন। ভুলি নাই, ভুলি নাই।
যতদিন র’বে পদ্মা মেঘনা যমুনার ধারা,
চির ভাস্বর হয়ে র’বে হৃদয়ে তাঁরা।
শোষিত ধারার ক্ষয়িত স্রোত
নির্মর শোভিত, রূপে ভূষিত।
সৌরচন্দ্রমণ্ডলের সৃষ্টি ব্যাপিয়া,
অম্লান! তুমি তাপস্য, বেষ্টনি ছাড়িয়া।
তুমি র’বে আবহমান বাঙালির বুকে,
রক্তে সিক্ত শহীদের স্মৃতি শুকে!
নির্ঝঞ্ঝট নিরিবিলি নীরব নির্মল ঘ্রাণ
হুঙ্কার নেই। নেই আর্তনাদ আহবান!
রক্তে সিক্ত শহীদের স্মৃতি
স্মৃতিসৌধ। স্মৃতির উজ্জ্বল জ্যোতি,
শহীদ মিনার, বুক ভাঙ্গা ক্রন্দন।
পল্লীতে কৃষকের গান, কৃষাণীর প্রাণ।
নবান্নের উৎসবে মাঠে প্রান্তরে
অট্টলিকায় চাপাপড়া শহরে!
রক্তেসিক্ত তবু তুমি বাঙালির প্রাণ।
স্মৃতিসৌধ উঁচুতে রেখেছে বাঙালির মান,
শোণিত ধারার শিশিরসিক্ত! শহীদ স্মৃতি।
তুমি অক্ষত! অপরাজিত তুমি চীরঞ্জীব।