আঁধারে ঢেকেছে ভাসমান জীবন
সম্মুখে ক্রুদ্ধ সমুদ্র তরঙ্গ ধাবমান!
ছায়াছন্ন এক নিঃসঙ্গ তরি,
আলোর দিশা নেই জিন্দেগী ভরি।
শুধু আছে বিলাপ ধোয়াশার কুণ্ডলি!
আতঙ্ক পলায়নে সামনে পিছনে ফেলি।
জীবন্ত লাশের ছায়াছন্ন জীবন চলমান,
যৌবনের তেজ আজ ভাসমান।
নিঃসঙ্গ সীমাহীন জল ছায়াছন্ন
ক্রুদ্ধ সমুদ্রে পালছিন্ন, মাস্তুল ভগ্ন!
অশ্রুধারায় দুঃখ আর অবক্ষয়
যৌবনের তেজ, ঐজ্জ্বল্য, আনন্দময়।
এখন কেউ আর ধরে না দোষ!
বৃথা এ জীবন বড্ড আফসোস।
বৈশাখের খরতাপ হয়ে বসন্ত শেষে
শীত কুয়াশায় জীর্ণ মহাজগত ভাসে।
সীমাহীন পৃথিবী বড়ই উদাসীন,
কুয়াশার শুভ্র কুণ্ডলি বায়ুমণ্ডলে বিলীন।
ছায়াছন্ন এ বিশ্ব সর্বদা বিষণ্নতা
অস্তিত্বের মাঝে আজ সেই আঁধার শূন্যতা!