ছায়াঘরের এ সংসারে নিত্য চলে
আত্মঅহংকার আর মিথ্যার বেসাতি,
নীরবে ছড়িয়ে দেয় হিংসার উত্তাপ
প্রতিহিংসার আগুনে জ্বলে সম্প্রীতি।
কখনো সান্ত্বনার বাণী দিয়ে আঁধারে
জ্বালিয়ে দেয় বিশ্বাস, দগ্ধতার মাঝে
ছায়াঘরে সহসা হাত বাড়ায় সেবার,
সংঘাতে সবকিছু ভুলে মানবতা খোঁজে।
নিয়তির ছায়াঘরে আঁধারে আটকা পড়ে
নির্বিঘ্নে চলন্ত ট্রেনে ওঠে তার সাথে,
ধূসর পৃথিবীটা তখন উন্মাদনায় ঢাকে
নীল হতে থাকে নিঃশ্বাস সংঘাতে।
বিশ্বাসের দৃষ্টি থাকে এ ছায়াঘরে
আষ্টেপৃষ্টে বেঁধে ফেলে প্রতিহিংসা,
অসাম্প্রদায়িক সম্প্রীতি নিয়তির
আলোয় মরীচিকায় দোলে হিংসা।
(২৮ সেপ্টম্বর ২০১৩, শনিবার)