মহিমান্বিত রজনী এসেছে আজ তোল দু'হাত,
রাত জেগে পড়ো নফল নামাজ আর কোরআন তেলাওয়াত।
তাসবিহ -তাহলিল আর জিকিরে মশগুল থেকো সারারাত,
কাঙ্ক্ষিত রজনী এসেছে আজ দ্বারে পূণ্যময় শবেবরাত।
দীর্ঘ প্রতীক্ষা শেষে এসেছে মহিমান্বিত শবেবরাত,
দান-খয়রাত করো ; তওবা করো ; করো এবাদত ।
মুক্তি , নিষ্কৃতি , পাপ মোচনের রাত শবেবরাত,
তোল দু’হাত কর মোনাজাত আজ বরকতময় রাত।
চাও যত পারো, দিবেন তিনি ততো, এ ভাগ্য রজনীতে;
সবাইকে দিয়ে সপ্তআসমানে ফেরেন তিনি প্রভাতে ।