বিচ্ছেদ বেদনায় লুণ্ঠিত নগরের ছায়াপথ
প্রীতিপাত্রে সুরার আস্বাদ।
মধুর আর্শীবাদ নয়,
সর্বত্র অভিশাপ।
অলীক মূর্তির আত্মস্থ জীবনবৃত্তি।
বারবার উর্বরতা হারায় সোনালী বন্ধনে
অন্তঃসার শূন্য মানব বেদনা,
বিচ্ছেদের রূপময়তা অসীম ক্রন্দন
আত্মবলিদানে সভ্যতা ভেঙ্গেছে
শেকড়ে গ্রোথিত মুক্তি!
সীমাহীন আঘাতে ঘনীভূত মেঘ
কক্ষচ্যুত বিচ্ছেদ বেদনার মানবচিত্ত
ছায়াপথে নীহারিকার স্বপ্ন
উপহাস অবহেলা দীর্ঘকাল
দীর্ঘ পরিচয়ে বিচ্ছেদ অমৃত কুহেলিকা।
(০৯ অক্টোবর ২০১২)