মনুষ্যত্ব ভুলে বিবেকহীন যেবা
নিরেট পাথর ওদের হৃদয় বোবা,
বিচার বিবেচনায় মিথ্যার অহংকার
মনুষত্বের অনুভূতিতে হাহাকার।
সবই স্বাভাবিক কিন্তু যেন বোকা
কাজ-কর্মে সর্বদা অস্বাভাবিক একরোখা,
মনুষ্যত্ব হারিয়ে মানুষের মাঝে খোঁজে সততা,
অনিয়ের দুর্নীতি আর পরশ্রীকাতরতা।
ন্যায় বিচারের পক্ষে নীরব কেন!
মানুষ আজ অন্ধ বিবেকহীন যেন।
তোমরা নীরবতা ভেঙ্গে বেরিয়ে এসো
মানবতার পক্ষে ঐক্যের কথাবলি এসো,
মনুষ্যত্ব হারিয়ে বিবেকহীন কেন! বলো?
সৃজনশীল মুক্তচিন্তার সাথে চলো।
(নভেম্বর ২০১৭)