আমি জিম্মি মৃত্যুকূপের হিংস্রতায়,
প্রহর গুনছি মৃত্যুর! অধীর অপেক্ষায়।
শুনেছি, অভিশপ্ত নগরের নগর পিতার কাছে;
কথা হরণ থেকে দেশ হরণের বাণী দিচ্ছে।
হায়নার মতো নরপশুগুলো,
সূর্য সন্তানদের ছোবল দিলো।
ক্ষত-বিক্ষত রক্তস্রোতের স্বচিত্র সিল,
গগনে চক্কর দিচ্ছে কাক-শকুন-চিল।
অহংকারির নিঃশ্বাসে বাতাস হয় ভারি,
নিশুতি রাতে জেগে বলে রাত পোহাবার কতদেরি!
ডুকরে জেগে ওঠে জাতি জল ছলছল চোখে,
জাতির সম্মুখে জনতা আজ কি দেখে?
শহিদ আর বীর-বীরাঙ্গনার ত্যাগে গর্ব এ-জাতি,
তবুও, কুচক্রীমহলের গুজবে ছড়ায় ভীতি।
বিনম্র শ্রদ্ধায় স্বরণ করি বীর-বীরাঙ্গনাদের অবদান,
তাঁদের অবদান স্মরণীয়, জানাই সালাম-সম্মান।
(রচনাকাল: ১০ এপ্রিল ২০২০)