বিদেশীরা অর্থনৈতিক লুণ্ঠন আর শোষণে আধিপত্য,
ভাষার বেড়াজালে বেঁধে ওরা চেয়েছিল আমাদের ভৃত্য,
তাইতো ওরা প্রথম আঘাত হানে আমাদের ভাষাতে,
ভুলিয়ে দিতে চেয়েছিল বাঙালি জাতীয়তাবাদের অস্তিত্বে।
জাতীয়তাবাদের চেতনায় বাঙালির দূর্জয় বিস্ফোরণ,
মায়ের ভাষার অনুভবে আমাদের ভাষা আন্দোলন।
একুশের মর্মবাণী স্বাধীকার আদয় জনতার অন্তরে,
জাতীয়তাবোধ দেশপ্রেম বাঙালির হৃদয় ঘরে।