মস্তিষ্কে স্থান দিতে হবে নির্মল বিশ্বাস,
নিজের প্রতি থাকতে হবে অবিচল আস্থা।
শক্তিশালী করতে হবে দূর্বল দিক,
কর্মকৌশলে খুঁজতে হবে নৈতিক দিক।
অধ্যাবসা আর নিষ্ঠার সাথে এগুতে হবে ,
আত্মবিশ্বাসে সম্মুখে পা বাড়াতে হবে।
কে কি বলল, সে দিকে নজর না দিয়ে ;
ভালো লাগা কাজগুলো করতে হবে নির্ভয়ে।
সৃজনশীল কাজ
আত্মপ্রত্যয়ী কাজ;
সবচেয়ে বড় কথা - প্রশ্ন করবে নিজেকে?
কি আমার যোগ্যতা! কি চাই!
কি করতে হবে আজকে?
এ প্রশ্নের উত্তরই আত্মবিশ্বাসের মূল প্রেরণা।
আশার বাণী শুনিয়ে
শিশু মনে যোগাতে হবে অনুপ্রেরণা,
সাফল্য মিলবে প্রতি কাজে
আত্মবিশ্বাসী হলে সৃজনশীল স্বীয় কাজে।
জানতে হবে, গড়তে হবে নিজেকে
আত্মবিশ্বাসে এগুতে হবে আগামীর পথে।
সমালোচকের অপবাদ, নিন্দা মেনে নিলে
সাফল্য আসবেই পরিশ্রম আর আত্মবিশ্বাসে।
তোমার সাফল্যে
সমালোচকও প্রশংসায় হবে পঞ্চমুখ,
যখন তুমি ঘোচাবে জাতির দুখ।
(০৬ অক্টোবর ২০১৩, রবিবার)