আমি আত্মপ্রচারের কবি নই,
আমি আমার মতো করে লিখে যাই।
আমার অনুভূতির চেতনায়,
সমাজ ভাবনায় দেশপ্রেমের অনুপ্রেরণায়,
জীবন যে কর্মময়।
আমার বই-ই আমার আত্মপ্রকাশ
আমি যে একজন বই-এর সেবাদাস।
আমি বঞ্চিত মানুষের মুখচ্ছবি
বিপ্লব ঘটিয়ে সমাজ রাষ্ট্রে উঠাই রবি।
আমি থাকি নিরহংকার মানুষের মধ্য মিছিলে
আমি চলি সম্মুখে সবকিছু দলে।
আমার কবিতা সবার মুখে মুখে, কবিতার ভাবনায়
ওরা রাখে সম্মানের উচ্চ আসনে,
আমার কবিতা প্রচার করে দিনে রাতে জনেজনে।
আমার আত্মবিশ্বাসই দিয়েছে কাজে প্রাণ,
সে কাজ ছড়াচ্ছে নভোতলে ঘ্রাণ।
আমার সৃজনশীল ভাবনা পথচলার আদর্শ দেশপ্রেম,
আত্মবিশ্লেষণে হৃদয়ের অন্তহীন উজ্জ্বল দীপ্তপ্রেম।
আমার কবিতায় আঁকি নিস্বর্গের ছবি,
দেশপ্রেম জাগিয়ে সমাজে উঠাই রবি।
আমি জেগে আছি তোমাদের ভালোবাসায়,
আমি তোমাদেরই আছি উপন্যাস-কবিতায়।
(রচনাকাল: ১০ মে ২০১৯)