সঠিক রাজনীতিবিদ কোথায়!
দেশের স্বার্থ লুটেপুটে খায়।
স্বীয় স্বার্থে ভোল পাল্টায়।
নেতার নেতৃত্ব সেথায়
জাতি যদি মুক্তি পায়।


মুক্তিকামী জনতার
বলিষ্ঠ অঙ্গীকার
বিজয়র পতাকা  আমাদের  অহংকার।
খামছে ধরছে বারবার।
অভিনব কৌশলে গুজব রটাচ্ছে,
জাতির বিবেক খাবি খাচ্ছে।