আমি দেখেছি তার মিষ্টি ঠোঁটের হাসিতে,
   মায়াবি কণ্ঠের সুমধুর গানের কলিতে।
            বাংলা মায়ের শাড়ির আঁচলে,
       সারা বাংলা ঘুরতো সখিরা মিলে।