আমি দেখেছি তাকে প্রভাত ফেরিতে বিজয়ের গানে,
          নবরূপে, স্লোগানে-স্লোগানে মুখরিত ঘ্রাণে।
           আমার বাংলার শহিদ মিনার স্মৃতিসৌধে,
  নব ঊদ্যোমে বাংলা মায়ের পল্লীস্মৃতির সান্নিধ্যে।