আমি দেখেছি তার উদাস করা কথামালায়,
           উদাস দৃষ্টিতে অবিরত পথচলায়।
আগামীর পথে নতুন জীবনে,
                  নবীনের সাথে নব যৌবনে।