আমি দেখেছি তার পটলচেরা চোখের চাহনি,
               মিতালি করতে মধুর আলাপনি।
হারিয়ে যাওয়া পথের বাঁকে মিতালি সে পথে,
           স্বপ্ন আশা ধরতে দাঁড়াতো প্রভাতে।