আমি দেখেছি বিস্ময়ে তার অপরূপ চাহনি,
অবারিত বাঁধভাঙ্গা জোয়ারের বহনি।
আড় চোখে দেখেতো, ঠোঁটের কোনায় হেঁসে;
আর মনে মনে গাইতো ভালোবাসার গান।