সাজানো বাগান স্বপ্নের আঙিনা
ছায়াঘন নীবিড় সখ্যতার আত্মীয়তা।
আমি লক্ষ্যচ্যুত হয়নি!
অতৃপ্ত বাসনা তবু সাফল্যের মৌনব্রত বাণী।
নীরব পাহাড় থেকে সাগরের নোনা পানিতে,
আমার গন্তব্য ঐ রক্তপাতহীন
অনাদী কালের ভালোবাসায়,
সাদর সম্ভাষণে মালতির গন্ধে রূপের সভ্যতায়।
অভ্যর্থনা সেতো ঘুম শয্যার শান্তির বাসনা,
সবুজ প্রেমের মায়াভরা ভাবনা।
দূর আকাশে শান্তির মমতা মুক্তবিহঙ্গের চলা,
দূরপথে নীল রথে গোপন গহবরে একলা।
আমার গন্তব্য ঐ সবুজ চিরহরিৎ বনানীর তীর্থপথে,
সূর্যোদয়ের সোনালী ভোরের নভোনীল রথে।
প্রতিদিনের অনুভবে রূপালী ভালোবাসায়,
ছায়া-কায়া ঠেলে উজ্জ্বল সোনালী প্রেমেরে ভাবনায়।
ঝরাপাতর অবসাদে হলুদ শিল্পকর্মের বাগান জুড়ে,
সন্ধ্যা প্রদীপ ঘুরপাক খায় অতৃপ্তির মান-মন্দিরে!
আমার গন্তব্য ঐ নগর সভ্যতার মায়াবী আলোর দ্বারে,
বিশ্বভূবন ঘুরে মানবজীবনে জাগিয়ে তুলি ঘরে ঘরে।
ঘাত-প্রতিঘাত সয়ে বিশ্বাস জন্মায় মুক্তির গানে,
জনকল্যাণে চলি, মুক্তচিন্তার সোনালী প্রভাত দিনে।
(০৬ জানুয়ারি ২০১৯, রবিবার, পৌষ ১৪২৫)