নব যৌবন পেয়েছিল বাঙালি
বঙ্গবন্ধুর ৭মার্চের ভাষণে,
নব উন্মাদনা, নতুন আশা পেয়েছিল
বাঙালি তার প্রাণে।
অমৃত সম আশা দেখেছিল দু’নয়নে
পরাধীনতার শোষণ অবসানে।
রেসকোর্স ময়দানের বাতাসে
জন জোয়ারের ফেনা হাসে,,
নীল আকাশে রবির হাসিতে,
“ভয়েরা আমার”
নবরূপে বাঙালি দেখেছিল হাসি।
নব যৌবন পেয়েছিল বাঙালি
বঙ্গবন্ধুর ০৭ মার্চের ভাষণে।
তর্জনী উচানো মহাকাব্যিক জাগরণে।
“এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম---”
বাঙালি জেগেছিল
এতোদিনে পেয়েছিল
শোষণহীন সমাজ-রাষ্ট্রের আশা,
ভাষণে দিয়ে ছিল দিশা।
জেগেছিল বাঙালি, ছুটেছিল রণে
পেয়েছিল মুক্তি
বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম
বাঙালি লড়াইয়ে পেয়েছিল শক্তি।
(০৭ মার্চ ২০১১)