ধুলোয় ধরাতল
           চৈত্রের রসাতল
   খেলার ছলনা অতীত জীবনটা,

ভাবনাগুলো এইক্ষণে
         ভবিষ্যতের দিনগোনে
                         নবীন জীবনটা।

চাঁদের আলোয় প্রকৃতি
          পুলকিত অতি
             দু’টি মনে জাগে শিহরণ,

ঝরনার নিবিড় ছোঁয়া
        অতল সাগরের জোয়া
                        ভাবনাতে বিচরণ।