আমাদের দেশের মানুষদের জানাতে হবে, বুঝাতে হবে,
কোনটি সঠিক কোনটি ভুল;
ধর্মীয় আবেগে গাভাসালে এভবে হারাতে হবে দু’কুল
তোমরা তরুণ, তোমরা নবীন, জাতির প্রাণ ভ্রমরা,
কেন তবে? মিথ্যার পিছে ছুটে হচ্ছো দিশেহারা
তোমরা যারা জাতির বিবেক, দেশের কর্ণধর
মিথ্যাকে সত্য বলে, ভুল করছ বারবার।
নেতা-নেত্রীর সুনজর পেতে বলছ যা ইচ্ছা তাই
এমন সর্বনাশ করোনা জাতি তথা দেশটার
মতে মতে বিভেদ আছে, থাকবে চিরকাল
তাই বলে স্বার্থ হাসিলে মিথ্যা বলবে অবিরল?
এ দেশের মানুষ আবেগ প্রবণ, সামন্যতে দুঃখ পায়
আবার তারা সরল প্রাণ, সহসা ভুলে যায়।
কঠিন বিপদ আজ জাতির ললাটে উগ্র সাম্প্রদায়িকতায়
ধর্মীয় আবেগে ধ্বংস করছে মুসলিম ভাবনায়,
দেশ গেল, জাতি গেল, মুসলিম গেল হায় হায়।
ধর্মীয় লেবাসে জেহাদের বুলি ছড়াচ্ছে দেশময়
বোমা মেরে, সন্ত্রাসী করে ইসলাম রক্ষা হয় না
শাহ্জালাল, খান জাহান আলী পীর দরবেশের
ইতিহাস কি অজানা?
ধর্ম যার যার রাষ্ট্র সবার! রাষ্ট্রে সবাই সমান,
মুক্তির ইতিহাসে জাতিতে আমরা সত্যিই মহান।
তাই, আজ আমাদের জানতে হবে কোনটি সঠিক
স্বাধীনতার ইতিহাস ভুলে, ধর্মানুভুতিকে
পুঁজি করা কি ঠিক?
স্বাধীন দেশের অধিবাসী বলে, বলছি যা ইচ্ছা তাই
এমন কাজ করো না, যা দেশ জাতির ক্ষতি হয়।
তোমার ধর্ম, আমার ধর্ম, মানব ধর্ম মহান
হিংসা, বিদ্বেষ, রেষারেষি ইসলামে নেই কোন স্থান
মা, মাটি, মাতৃভূমির সাথে বেঈমানী করোনা,
স্বীয় স্বার্থে, মিথ্যার ছলনায় বাঙালির ক্ষতি করো না।
তোমার দেশ, আমার দেশ, আমাদের জন্মভূমি বাংলাদেশ
সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে, বাংলাকে করো না শেষ
সত্য বলো, সামনে চলো, নেতা নেত্রী সুশীল সমাজ
দেশপ্রেমী জনতা, দেশকে এগিয়ে নিতে হবে আজ।