বিবর্ণ ধুলোয় আছি দশদিগন্তে,
অদৃশ্য ধবণি থেকে প্রতিধবণি বাজে
তন্ত্রীজাল ছিন্ন করে।
ঘাত-প্রতিঘাতে অবিরাম বেজে যায়,
প্রতিক্ষণে অযাচিত বেদনায়।
বর্ণিল ডানা মেলে উড়ে যায অচেনা বাকে,
দূর! বহুদূর সপ্তসিন্ধু পাড়ে।