স্বপ্নময় ভোরের প্রতীক্ষায় নিঝুম রাতের কল্পনায়
আজও আমি সাঁতরে বেড়াই;
নীলাকাশের রক্তিম আভায় আমার একান্ত আল্পনায়
নিরবধি দূর জনপদে যাই।
নিঝুম সন্ধ্যা রাতে নীরবতার বিষণ্ন শীতে
শীতার্ত আঁচলে জড়ানো কুয়াশা,
আশার প্রদীপের সংঘতে নিভূ নিভু এই প্রভাতে
তবুও দু’চোখে স্বপ্ন ভোরের আশা।
অশ্রুসিক্ত শিহরণ জীবন-জীবিকার আহরণ
হৃদয় ভরানো নব্য জোয়ারে বর্ষণ,
শোষণ-তোষণের গর্জন নব্যনীতিতে আকর্ষণ
স্বপ্নভোরে মায়ার সোনালী দর্শন।