হৃদ্যতার জলধারায় মেতেছি স্বপ্নচূড়ায়
তারই সাথে নিঃশ্বাস দ্রুত হয়,
বুকের মাঝে তীব্র কষাঘাতে করে আনচান
রন্ধ্রে রন্ধ্রে ধরেছে পচন।
অপলক দৃষ্টিতে দেখেছি শরৎ প্রভাতে
কৃষ্ণপক্ষে ছুটেছি বিরামহীন গভীর রাতে,
সুনসান নীরবতায়
ভরা পূর্ণিমায় পৃথিবী ভাসায়।
অফুরন্ত সুখের সীমাহীন আনন্দে
চন্দ্রচূড়ার পুলকিত বসন্তে।
স্বপ্নচূড়ার খেলায় মেতেছি মরণ নেশায়
সোনালী ধূসর দুঃস্বপ্নে!
ছুটে চলি উদাস বিকালে
ক্লান্তির আবেশে।
একান্ত আপন ভূবনে
মেঘ রোদ্দুরের লুকোচুরি খেলায়
হঠাৎ অচীন গন্তব্যে
স্বপ্নচূড়ার হৃদতার আপন ভূবনে।