মেঘদূতের এই বার্তা নিয়ে
তপ্ত ধারার চুপিসরে,
জাত পরিচয় ছিন্নকরে
মেঘের ডানায় ভরকরে।
নাম ঠিকানা পাবে বলে
তীর্থ যাত্রায় ওঠে দুলে,
অজানা এক ঠিকানা পেয়ে
সবকিছু সে যায় ভুলে।
ধূসর দিনে মেঘের ছায়ায়
ঠোঁট ভিজে যায় চুম্বনে,
চুপি চুপি ভাব বিনিময়
উত্তরী মেঘের আকর্ষণে।
আঁধার রাত মেঘে ঢাকা
প্রদীপ হাতে একা একা,
স্মৃতিভরা প্রেমজ্বালা
স্বপ্নদ্যুতির বর্ষণে দেখা।
মেঘের সুবাস মেঘদূতে
প্রেয়সী মনের অচেতনে,
তপ্ত খরার বিপরীতে
প্রেমিক হৃদয় স্বপ্নবোনে।
(২৭ জুন ২০১২ )