দ্বিধা ভেঙ্গে ছুঁইনি আজও ঐ গোলাপ ঠোঁট,
নিশিদিন কদমডালে জোনাকিরা বাঁধে জোট।
কুটিল কুয়াশার ভয়! তবু খুলেছি জানালা,
ব্যাকুল হৃদয়ে জ্বলেছি রাত্রিতে একলা।
রাত্রির বাতাস নিঃশ্বাস ভারি, স্মৃতির নিঃশ্বাস ঘ্রাণে;
অন্ধ মেঘমালা ঢেকে দেয় দিগন্তের দ‌্যুতি এ মনে।
জ্বলে শুধু জ্বলে আলোছায়ার  ব্যাকুল এ বুকে,
ধু ধু বৃষ্টির মাঝে চলেছি অন্তর পোড়ে অসুখে!
কোলাহল থেমেছে তবু এ কোন বাতাস ভর দুপুরে,
মেঘেরা উধাও, থেমেছে বাতাস তবু কাঁপে থরথর।