সামাজিক দায়বদ্ধতা ছুঁড়ে ফেলে
ভেসেছি বিছিন্ন মোহচ্ছন্নতায়,
অসীম শূন্যতার মোহময় স্রোতে।
বিত্তের টানে
আপন গন্তব্যে।
ফলে, আমরা হারাচ্ছি আমাদের নৈতিকতা।
ছুঁড়ে ফেলেছি সামাজিক দায়বদ্ধতা!
নিজের করে নিতে চাচ্ছি সবটাই,
আমি সব খাবো, দেবো না অন্য কে
দেশ গোল্লায় যাক, যাকগে।
আমি কোটিপতি হলেই চলবে।
এই হলো আমাদের প্রধান লক্ষ্য।
সেই মন্ত্রী, এমপি, জনপ্রতিনিধি,
আমলা, সচিব থেকে পিয়ন পর্যন্ত।
তাহলে দেশ কি পাবে?
দেশ-জাতি তো অবশ্যই পিছনে হাঁটবে!
ফলে, ব্যক্তি লাভ করতে যেয়ে;
হয় না লাভ দেশ তথা ব্যক্তির ;
তাইতো, দেশ-জাতি পায় না কিছু!
সবাই হারায়! দেশ হয় অস্থির।
তাই, আত্মকেন্দ্রিকতা ভুলে
উঠো দুলে, দেশ-জাতির স্বার্থে;
সামাজিক দায়বদ্ধতায় এগিয়ে চলো,
তোমার আমার দেশের স্বার্থে।
(০৩ এপ্রিল ২০১২)