পুলিশ যেখানে জনগণের বন্ধু, লেনদেনে গরমিল হলে হয় ক্রসফায়ার,
ঘুষ চাঁদাবাজি এসবের মধ্যে আমাদের পুলিশ প্রশাসনের সময় যায়।
আমলারা শোনে না মন্ত্রীর কথা, নেতারা মানে না কোন নীতি
সচিবালয় থেকে মাঠ পর্যায়ে সর্বত্রই ছেয়ে গেছে আজ দুর্নীতি।
প্রতি পদে পদে ঠকে কৃষক শ্রমিক আর নিম্ন মধ্যবিত্তের জনগণ,
তবু দেশকে ভালোবাসে, দেশটা তাঁদের কাছে একান্ত আপন।
শিক্ষিত যুবসমাজকে দিতে হবে যোগ্যতার ভিত্তিতে কাজ,
দুর্নীতি ঠেকাতে জনগণকে সাথে নিয়ে জেগে ওঠো আজ।
যোগ্যতাকে কাজ দাও, চাঁদাবাজ-দুর্নীতিবাজদের দাও শাস্তি,
দেখবে প্রশাসনের কাজে আসবে গতি, সবাই পাবে স্বস্তি।
তুলে ফেলো সমাজ থেকে অপকর্ম ঘুষ দুর্নীতি চাঁদাবাজি স্বমূলে।
তবেই দেখবে ঘুষ-দুর্নীতির কথা শুনলে সবাই উঠবে দুলে।
মানুষকে ঠকিয়ে নিজে লাভবান ক্ষণিকের, চিরস্থায়ী নয়;
দুর্নীতির দ্বায়ে ধরা খেলে, তোমার সাথে কেউ র’বে কি ভাই!
গাড়ি বাড়ি সবই থাকবে ! তুমি থাকবে জেলখানায় অথবা শয্যায়;
ঘুষ দুর্নীতি ছেড়ে, তওবা পড়ো, সৎ পথে চলার এখনই সময়।
কথায় কাজে রাজনীতিবিদ, প্রশাসন, আইনজীবিদের হতে হবে সৎ,
তবেই দেখবে, আমাদের সমাজে আসবে দুর্নীতিমুক্ত প্রভাত।
(১৬ জুলাই ২০১০)