স্বাধীনতার রক্তে লেখা বাংলার ইতিহাস,
একাত্তরে মুক্ত মোরা ; নয় কো কারো দাস।
বাংলা মায়ের দামাল ছেলের জীবন বাজির জন্য,
স্বাধীন স্বদেশ রক্ষায় তাঁরা আজি ধন্য।
স্বাধীনতার রক্তে লেখা লাল সবুজের পতাকা,
জাতি ধর্ম বর্ণ ভুলে মোরা রইব একতা।
দেশ গঠনে কাজ করব, থাকবে কাজের সততা,
মুক্ত স্বদেশ গড়ব সবাই বাংলার জনতা।
স্বাধীনতার রক্তে লেখা বাঙালির জয়গান,
মুক্তপাখির আকাশে উড়া দাসত্বের অবসান।
বাংলা মায়ের আদর মাখা সবুজ ছায়ার কোল,
নদীর বুকে, পাখির সুরে, রাখালির দোল।
স্বাধীনতার রক্তে লেখা বাংলার বর্ণমালা,
স্বাধীনতা মানে ইচ্ছা মতো মনের কথা বলা।
চিত্রকরের নিপুন হাতে নকশীকাঁথার মাঠ,
ঘুরছি সবাই মুক্তমনে বাংলার পথ-ঘাট।
স্বাধীনতার রক্তে লেখা বীর বাঙালির নাম,
ঘুমিয়ে আছে বাংলার বুকে, জানাই তাঁদের সালাম।
শপথ নিব, চলব আজি নোয়াব না আর শির
বাঙালির মান রাখব মোরা আমরাই মহাবীর।