মহাকালের গহবর থেকে বেরিয়ে
শত-শতাব্দীর পলল যুগের আলিঙ্গনে
দাঁড়িয়ে আছো তুমি মাথা উঁচু করে
                  হে আমার বঙ্গদেশ।
এক মহাকালের নিথর নিঃসঙ্গপাথর থেকে
ক্রমাগত ভাবে মনুষ্য ভূমিতে
প্রকৃতির বুকে কুঁড়ির উদ্যম
উজ্জীবন্ত অস্তিত্বের প্রভাত
স্বদেশ মৃত্তিকার বঙ্গদেশ।
ব্ঙ্গ-সমতট-হরিকেল-চন্দ্রদ্বীপ
             কালের গহবরে অতলে।
পুষ্প আর প্রস্তর উদ্যানের সমপ্লাবণে
অনাগত আগামীর আঞ্জাবহে
জেগে ওঠে ছিলো প্রিয় স্বদেশ।
         বঙ্গদেশ,
                    বাংলাদেশ।।