সে দিন কতো দূরে !
দুঃখ হতাশা ঘুচে, সুদিন আসবে ঘুরে।
চলছে কুদিন, আসবে সুদিন, কতো দিনে?
ধুকে ধুকে মরব না কেউ দেনা আর ঋণে?
এতো কিছু সয়ে তবু বলবে না কিছু আর !
এ দায়িত্ব জনতার। যুবক তোমাদের ওপর।
  
               সে দিন কতো দূরে !
ধরণীর বুকে শান্তির সুবাস আসবে ফিরে,
ডিজিটাল পারমাণুবিক যুগে আজ চিন্তায় মরি,
বাঁচার আশায় দিকে দিকে উঠছে আহাজারি।
এই ধরণীর বুকে, এতোটুকু মিনতি প্রভু !
মরণ দিও ! তবু মারণাস্ত্র দিও না কভু।

                       সে দিন কতো দূরে!
মানুয়ের মতো মানুষ হবো দুর্নীতি ভুলে।
লোভ আর লালসা নিয়ে বুকে আজ,
উপরি অর্জনে ব্যস্ত, বাকি থাকে কাজ।
আকাঙ্খা থাকা ভালো, কিন্তু লোভ নয়,
তবেই পৃথিবীর বুকে হবো মোরা দুর্জয়।

                      সে দিন কতো দূরে!
যে দিন শান্তির বাণী বর্ষিত হবে ঘরে ঘরে।
অশান্তি আর অত্যাচারির দূষিত চাবুকে,
ভণ্ডামি, দম্ভ, অহংকারে ভুগবে না অসুখে।
বাহুবলে হবে না কিছু, যোগ্যই পাবে কাজ,
জীবন প্রদীপ নিভলে বুঝবে কে পেল তাজ!

                      সে দিন কতো দূরে!
চোখের পানি ঝরবে না আর অনাহারে।
হাহাকার ধ্বনিতে কাঁপবে না এ ধরণী,
মানবতার জয়গানে হাঁসবে অবণী।

                       সে দিন কতো দূরে!
যে দিন দুঃখ-হতাশা- অশান্তি থাকবে না অন্তরে।
ঘুস-দুর্নীতি-স্বজনপ্রীতি সমাজ থেকে যাবে চলে
স্বাধীন নাও ভীড়বে সুখ-শান্তি মানবতার কূলে।
সে দিন আর বেশী দূরে নয়, বেশী দূরে নয়,
জনতা একবার অধিকারে সোচ্চার হলে হয়।