নীলাকাশে শুভ্র মেঘের ভেলায়,
ঋতু প্রকৃতি হাসে রূপের আভায়।
সোনালী আলোয় প্রভাত জুড়ায়,
রূপালি ইলিশ বাংলার রসনায়।
প্রকৃতি ফুলে ফলে ভরে দেয় বাংলায়,
ভালোবাসায় উদারতায় ঐশ্বর্যময়তায়।
রঙিন স্বপ্নের শুভ্রতা দিগন্তজুড়ে,
বাংলা মায়ের মমতা হৃদয়জুড়ে।
রাতের আকাশে চাঁদের মধ্যতারারা
রূপ মোহনীয়তায় অপরূপ বিশ্বসেরা।




( ২৮ মার্চ ২০১০)