পরিবর্তনশীল যুগে
সত্য হোঁচট খায় গুজবে
প্রচারে মগজ ধোলাইয়ে জনতাকে জাগায়।
গুজব বিশ্বাসের স্থান নেয়
আন্দোলন বেগবান হয়
পিছে হিসেব কষে না পরে কি হয়।
গুটিকতক লোকের স্বার্থে
ধ্বংসের খেলা একান্তে
গুজবকে সত্য ভাবে বিশ্বাস করে না বুঝে।
দেশ হয় সব শান্ত
জনতা তখন উদ্ভ্রান্ত
আখের গোছায় গুজব ছড়িয়ে বিভ্রান্ত কাজে।