অস্বস্তিতে গিলে ফেলছে সব স্বস্তি,
লুটেরা ভয়ে থাকে তবু জনগণ পায় কি স্বস্তি!
সত্য চাপা থাকে সাময়িক,
গুজব বাতাসের আগে ধায়
সমাজে জাপটে ধরে ভয়।
অশিক্ষিত কোমলপ্রাণ মানুষেরা সহজে বিশ্বাস করে,
গুজবকে সত্যের মতো করে প্রচার করে।
বারবার বলে গুজবকে বিশ্বস করায় কুচক্রী মহল,
অপকৌশলে সমাজ চলে যায় গুজবের দখল।