ঘুম নাহি আসে উর্বশীর এ চাঁদনি রাতে
               হেরেম সভায় !  নূপুরের ঝঞ্ঝায়,
                 আয়েস খায়েসে নড়েচড়ে বসে।
            ঠোঁটে ঠোঁটে ওঠে শরাব পেয়ালা
               নর্তকিগণ নেচেই চলে,
                   মনময়ূর তাই টলমল।
                ঝিম ধরে দেয় টান,
           শিরি-ফরহাদ-নূরজাহান খোঁজে।
                  নিছক রূপ মোহনায়
        তাজমহল থেকে হেরেম মহলে,
       বাঁদি নর্তকিগণ কলাপ মেলিয়া ।
        হাসিতে টুটিটিপে ধরে লাজ শরম।
              চাঁদের হাট এ রংমহলে,
            অঞ্জলি পুরে পুষ্প বিলায় চরিপাশে।
   সুন্দরি ললনার আচমকা চাহনিতে উঠে বসে।
              তবু নাহি ভরে, ব্যথার শূন্যতা!
    শরাবের পেয়ালায় দম ফেলে বারে বারে,
      কংকন আর নূপুরের ধবনিতে মেতে ওঠে
                    লাজ শরমহীন রংমহলে।


রচনা: ০৬ এপ্রিল ২০০৯